আউটর্সিং এর যুক্ত এমন অনেকের কাছে আপওয়ার্ক সোর্স একটি সাইট। ০৬ মে এই নাম বদল করেছে ওডেস্ক-ইল্যান্স। আউটসোর্সিং- এর বিশ্বখ্যাত অনলাইন মার্কেটপ্লেস জিরোগে বাডেস্ক হয়ে গেল অপাওয়ার্ক। আপওয়ার্ক (https://www.upwork.com) ফ্রিল্যান্সারদের নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটিতে রয়েছে অনেক পরিবর্তন। ফ্রিল্যান্স্যাররা এটিতে আলোচনা করতে পারবেন। এটি অগের চেয়ে ‘ইউজার ফ্রেন্ডলি’ করা হয়েছে।
আপওয়ার্কের কর্মকর্তারা বলছেন, নতুন একটি অধ্যায়ের সূচনা করবে আপওয়ার্ক।
ওডেস্ক পরিবর্তন করে আপওয়ার্ক তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের আরও দ্রুত যোগাযোগের মাধ্যম তৈরি করা। ফলে যে কোনও প্রতিষ্ঠান কয়েক মিনিটের মধ্যে বিশ্বের যেকোনও ধেশ থেকে ফ্রিল্যান্স্যারকে বেছে নিতে পারবে।
জানা গেছে, ফ্রিল্যান্সাররা ইল্যান্স-ওডেস্ক থেকে বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় করছে। আপওয়ার্ক দিয়ে আগামী ৬ বছরে এ আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।