Trading Code: SQURPHARMA - Square Pharmaceuticals Ltd.
স্কয়ার
ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের ঔষধ শিল্পে একটি
সুপরিচিত এবং নেতৃস্থানীয় নাম।
১৯৫৮ সালে যাত্রা শুরু
করে, এই কোম্পানিটি ধীরে
ধীরে দেশের বৃহত্তম ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে
পরিণত হয়েছে। শুধু তাই নয়,
গুণগত মান এবং বিস্তৃত
ঔষধ পোর্টফোলিওর মাধ্যমে স্কয়ার ফার্মা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে আসছে।
এ বছর স্কয়ার ফার্মার তৃতীয় কোয়ার্টারে মুনাফা বেড়েছে
স্কয়ার ফার্মার চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬.৮৩ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫.৫৫ টাকা। অর্থাৎ, ইপিএস প্রায় ২৩.০৬ শতাংশ বেড়েছে। সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪ - মার্চ ২০২৫) কোম্পানির সম্মিলিত ইপিএস ২১.১৫ টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮.২৪ টাকা (বৃদ্ধি ১৫.৯৫ শতাংশ)।
EURJPY
USDJPY
এখন আপনি ও pandrive use করুন আপ্ননার মোবাইল
DOMAIN কী এবং কেন...........?
এবার গণিতের ধাধায় বলে দিবো তোমার বয়স...!!
তোমাকে বললাম, তোমার বয়স যা-ই হোক, সেটা আমার জানার দরকার নেই। শুধু তুমি আপনার বয়সের প্রথম অঙ্কটিকে (ডিজিট), অর্থাৎ দশকের ঘরের অঙ্কটিকে ৫ দিয়ে গুণ করুন। এই গুণফলের সঙ্গে ৩ যোগ করুন। সংখ্যাটি যদি বড় হয়ে যায়, ক্যালকুলেটর ব্যবহার করুন। এবার পুরো সংখ্যাটিকে ২ দিয়ে গুণ করুন। এর সঙ্গে যোগ করুন আপনার বয়সের দ্বিতীয় অঙ্কটি, অর্থাৎ এককের ঘরের অঙ্কটি। মোট সংখ্যাটি থেকে বিয়োগ করুন ৬।